Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনীতে শিশু একাডেমির উৎসবমুখর ঈদপূণর্মিলনী

সদর প্রতিনিধি : প্রকাশ ২২ সেপ্টেম্বর ২০১৬,
fb_img_1474517805010

জেলা প্রশাসক মো: আমিন উল আহসান বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। তাই শুধু বই নয়, এর বাইরেও সাংস্কৃতিক ও সৃজনশীল কাজে তাদের উদ্ভুদ্ধ করতে হবে। তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে। এর জন্য অভিভাবকদের সচেতন হতে হবে। তিনি বলেন, শিশুদের ছোট অনুষ্ঠানই হোক আমরা বড়রা যদি সেখানে উপস্থিত থাকি ভবিষ্যতে ভালো কাজে উৎসাহিত হবে।
fb_img_1474518228972
বুধবার জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে ফেনী শিশু একাডেমীর শিশুদের উৎসবমুখর ঈদপূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুলতান এন্ড সন্সের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ। শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁইয়া ও সুলতান এন্ড সন্সের ব্যবস্থাপনা চৌধুরী আহমদ রিয়াদ আজিজ রাজিব। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ২৪ শিশুকে পুরস্কৃত করা হয়। পরে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান মনোমুগ্ধকর হয়ে উঠে। রজনী, আদিবা, জিম ও ইমার যৌথ সঞ্চালনায় একেএকে গান পরিবেশন করে ইমন চন্দ্র, নুসরাত জাহান, সুমাইয়া আক্তার, আর্জ নাথ। শিশু একাডেমীর শিল্পীরা যৌথভাবে গান ও লালন গীতির নৃত্য পরিবেশন করে।

সম্পাদনা /সৈয়দ মনির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *