Friday, January 9সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনীতে সংক্ষিপ্ত সফরে সেনাবাহীনি প্রধান

 

fb_img_1474544815021

২২ সেপ্টেম্বর ১৬

বিশেষ প্রতিনিধি:-বাংলাদেশ সেনাবাহীনির প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এনডিসি,পিএসসি সংক্ষিপ্ত সফরে ফেনীতে পৌঁছেচেন।বৃহস্পতিবার দুপুরে তিনি হেলিকপ্টার যোগে ফেনী গার্লস ক্যাডেট কলেজ মাঠে অবতরন করেন।এ সময় তাকে জেলা পুলিশ প্রশাসনের পক্ষে শুভেচ্চা জানান পুলিশ সুপার রেজাউল হক পিপিএম।আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল আহচান,অতিরিক্ত পুলিশ সুপার সামছুল আলম সরকার,র্যাব- ফেনী ক্যাম্পের পরিচালক কর্নেল শাখাওয়াত জামিল ফাহিম প্রমুখ।পরে সেনাপ্রধান মহিপালে সেনাবাহীনির ইঞ্জিনিয়ারিং কোরের তত্বাবধায়নে   মহিপালে সিক্স লাইন ফ্লাইওভার  কাজের অগ্রগতি ও ডেইরী ফার্মের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শনে যান। পরিদর্শন শেষে তিনি বিকালে ফেনী ত্যাগ করেন।২৩ সেপ্টেম্বর সেনাপ্রধান সোনাগাজীর শুলাখালীতে অবস্থিত তার নানার বাড়ী দুলাগাজী মিয়া বাড়ী ( বর্তমানে আরু চেয়ারম্যান বাড়ীতে) বেড়াতে যাওয়ার কথা রয়েছে। যাত্রা পথে বিভিন্ন স্থানে তাদের সংবর্ধণাও দেয়া হতে পারে বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে।২৩ সেপ্টেম্বর বিকালে তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলায় অবস্থিত তার পৈত্রিক বাড়ীতে যাবেন বলে সুত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *