Thursday, January 15সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনীতে সমাজকল্যাণ পরিষদের চেক হস্তান্তর

Somaj Saba Pic-1

সৈয়দ মনির অাহমদ, ৫ সেপ্টেম্বর ; ২০:০০

ফেনীতে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কতৃক স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক প্রদান অনুষ্ঠাণ ৫ সেপ্টেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত উক্ত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। সমাজ সেবা অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান।
সদর উপজেলা সমাজ সেবা অফিসার শহীদ উল্ল্যাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ এর সদস্য ও এফএইচডিএফ এর নির্বাহী পরিচালক এড. জাহাঙ্গীর আলম নান্টু,  রেঁনেসার নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমজান অারা ও সোনাগাজী উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন । অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফেনী সদরের ৮টি, দাগনভূঞার ১১টি, ছাগলনাইয়ার ৩টি, সোনাগাজীর ৫টি, ফুলগাজীর ৩টি, পরশুরামের ৩টি, ফেনী পৌরসভার ১০টি সহ ৪৩টি স্বেচ্ছাসিবী প্রতিষ্ঠানকে ৪ লক্ষ ৩৬ হাজার ৫শ টাকার চেক প্রদান করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *