নিজস্ব প্রতিবেদকঃ ১১ সেপ্টেম্বর ২০১৬., ১৬:০০

ফেনীতে ২ টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই বাসের অন্তত ২২ জন যাত্রী আহত হয়েছে। রবিবার (১১ সেপ্টম্বর) দুপুর আড়াইটার দিকে নোয়াখালী- ফেনী আঞ্চলিক সড়কের ফেনীর সদরের কাশিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, নোয়াখালী গামী শাহী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার বাইরে গিয়ে পড়ে। নিহতের কোন খবর পাওয়া যায়নি। তবে ২২ জন আহত হয়েছে। আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালসহ ফেনী শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ফেনী হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার তথ্য নিশ্চিত করেন।
সম্পাদনা / সৈয়দ মনির।
