Thursday, January 15সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনীর বালিগাঁওতে যুবলীগ নেতা জয়নাল মেম্বার কে গুলি করে হত্যা।।অভিযোগ সুসেন শীলের বিরুদ্ধে

 

 

FB_IMG_1473182690237

০৬ সেপ্টেম্বর ১৬, ২২:৫৩:৩২

 

বিশেষ প্রতিনিধি:-ফেনীর বালিগাঁও ইউনিয়নের স্থগিত নির্বাচনে সদস্য প্রার্থী ও সাবেক ইউপি সদস্য জয়নাল কে গুলি করে ও কুঁপিয়ে হত্যা করেছে স্বদলীয় প্রতিপক্ষরা।তিনি যুবলীগের ওই ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক  ছিলেন।বালিগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী বাহারের কট্টর সমর্থক ছিলেন জয়নাল মেম্বার।তার সাথে এলাকায় আধিপত্য ও নির্বাচনী সংক্রান্ত বিষয়ে যুবলীগ সাধারন সম্পাদক সুসেন শীল ও স্থানীয় কামাল মেম্বারের দির্ঘদিন যাবৎ বিরোধ চলছে  বলে জানিয়েছেন তার পিতা হাফিজ আহাম্মদ।তিনি জানান,মঙ্গলবার রাত সাড়ে ৯ টার সময় জয়নাল ফেনী থেকে বাড়ী যাওয়ার পথে মধুয়াই বড় পোল নামক স্থানে পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা সিএনজির গতিরোধ করে জয়নাল কে প্রথমে গুলি করে এবং পরে কুপিয়ে গুরতর আহত করে বোমা ফাটিয়ে পালিয়ে যায়।স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিলে ডাক্তারেরা তাকে মৃত ঘোষনা করে।স্থানীয়রা জানান,ঘাতকেরা সবাই সুসেন শীলের ক্যাডার হিসেবে পরিচিত।জয়নাল মেম্বার আওয়ামী রাজনীতির পোড়া খাওয়া নেতা হিসেবে পরিচিত।গত চারদলীয় জোট সরকারের পুরো সময়টা  জয়নাল কারাগারে ছিলেন।জয়নাল নৌকা প্রতিকের পক্ষে কাজ করলেও সুসেন শীল প্রকাশ্যে বিদ্রোহী প্রার্থীর আনারশ প্রতিকের পক্ষে করার অভিযোগ রয়েছে।এ দিকে রাতে ফেনী সদর হাসপাতালের সামনে গনমাধ্যম কর্মীদের জয়নাল মেম্বারের পিতা ও ভাই হত্যার জন্য সুসেন শীল ও কামাল মেম্বার কে দায়ী করেছেন।তারা বলেছেন নৌকার প্রার্থী বাহারের পক্ষে কাজ করায় সুসেন গং জয়নাল কে হত্যা করেছে।তবে অভিযোগের বিষয়ে জানতে সুসেন শীলের মুঠোফোনে কয়েক বার ফোন দিয়েও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *