Thursday, January 15সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনীর বালিগাঁওয়ের যুবলীগ নেতা মানিক হত্যাকান্ড,১০ যুবলীগ-ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আদালতে  চার্জশীট

 

fb_img_1473319451286

০৮ সেপ্টেম্বর ১৬, ১৩:২৮:৩২

বিশেষ প্রতিনিধি-ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি রসুল আমিন মানিক হত্যা মামলায় ১০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেয়া হয়েছে। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা বিচারের জন্য আদালতে দাখিল করেন। আসামীরা সবাই যুবলীগ-ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৫ সালের ১৮ জুন দুপুরে স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে নিজ দলীয় প্রতিপক্ষের গুলিতে যুবলীগ নেতা মানিক নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ শাহজাহান ড্রাইভার বাদী হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামীদের মধ্যে স্থানীয় যুবলীগ নেতা জিয়াউল হক মিস্টার ও তার ভাই মিশুক, যুবলীগ নেতা মোজাম্মেল হোসেন উজ্জল, তার ভাই যুবলীগ কর্মী আলম ও শাহাদাত হোসেন সহ ৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া ৩-৪ জনকে অজ্ঞাত আসামী করা হয়। মামলাটির তদন্তের দায়িত্ব পান এস আই সাইফুল ইসলাম। দীর্ঘ তদন্ত শেষে ১০ জনকে অভিযুক্ত করে তদন্ত কর্মকর্তা মামলাটি বিচারের জন্য বুধবার  আদালতে চার্জশীট দাখিল করেন। এদের মধ্যে শাহাদাত হোসেন নামের এক আসামী বিদেশে পলাতক রয়েছে। অন্যদের মধ্যে মিষ্টার, আজিম সহ তিনজন গ্রেফতার করা হয়। ঘটনার সময় হত্যাকান্ডে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা চালককে স্বাক্ষী করে আদালতে ১৬৪ ধারা জবানবন্ধী নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *