
ডেস্ক রিপোর্ট: ৪ সেপ্টেম্বর. ২১:০০
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের ঐতহ্যবাহী ভূঞা বাড়ির বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজসেবক আবু সোহেল ভূঞা মানুর বসত ঘরে অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।
জানা যায়, গত ০৩ সেপ্টেম্বর বিকেল ৪.৩০ ঘটিকার সময় প্রায় শতাধিক সশস্ত্র সন্ত্রাসী আবু সোহেল ভূঞা মানুর গ্রামের বাড়ির ভাড়াটিয়া মাস্টার জাহিদের পরিবারকে অস্ত্রের মুখে জিন্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার লুটপাট করে। এসময় বিপুল পরিমাণ বোমা বিস্ফোরণ ঘটিয়ে ঘরের চারপাশে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ করে। এতে ঘরের আসবাবপত্র ও বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে যায় এবং প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়। সন্ত্রাসিরা এসময় আশপাশের বহু বাড়িতে অগ্নি সংযোগ ও বোমা বর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সোহেল ভুঞা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে অগ্নিসংযোগের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
