Thursday, January 15সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সংগ্রাম কমিটি গঠিত – আলী আহবায়ক ॥ শাহীন সদস্য সচিব

district-truck-workers-union-pic

 

সদর প্রতিনিধি,  ৯ সেপ্টেম্বর ২০১৬,  ১৮:০০

ফেনী জেলা ট্রাক (মিনি ট্রাক) কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের স্থগিত নির্বাচন দ্রুত সম্পন্নের দাবীতে ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শ্রমিকদের জুরুরী সভায় সংগ্রাম কমিটি গঠিত হয়েছে। সভায় সর্ব সম্মতিক্রমে শ্রমিক নেতা মোহাম্মদ আলীকে আহবায়ক ও মোহাম্মদ শাহীনকে সদস্য সচিব করে ও ২ শতাধিক শ্রমিককে সদস্য করে সংগ্রাম কমিটি গঠিত হয়েছে।

দ্রুত নির্বাচনের দাবী ও জালিয়াত জাহাঙ্গীরের বিচারের দাবীতে গঠিত সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক আবুল কাশেম মানিক। সদস্যরা হলেন- খুরশিদ আলম, জামাল উদ্দিন, তাজুল ইসলাম, কবির আহমদ খোকা, আলী মতুর্জা, মিজানুর রহমান, মো: আলী, নুরে আলম লিটন, মো: সাইফুল, আবদুল, আলা উদ্দিন, মোশারফ, সেলিম, আইয়ুব, ইসমাইল হোসেন টিপু, কালা মিয়া, জালাল আহাম্মদ, মোহাম্মদ ফারুক, আবদুল জলিলসহ ২শতাধিক শ্রমিক ।

 

শ্রমিকরা জানান, সভাপতি জাহাঙ্গীর আলম শুরু থেকে ভোট বানচাল করে পুনরায় সভাপতি থাকতে চেয়েছেন এজন্য শুরু থেকে নানা চলাকলার আশ্রয় নেন। এছাড়া নির্বাচনের আগে জাহাঙ্গীর ঘোষণা দেন নির্বাচনে তিনি হেরে গেলে ১১টি রুটে যান চলাচল বন্ধ করে দেবেন। ১ হাজার ৫শ কার্ড তার নিজের আয়ত্বে আছে বলে দম্ভ করে জাহাঙ্গীর নিজেই শ্রমিকদের কাছে ভোট প্রার্থনা থেকে বিরত থাকেন। তিনি ২৭ আগস্ট অনুষ্ঠিত নির্বাচন জাল ভোটের ঘটনা ঘটিয়ে বানচাল করেন। পরে কমিশন নির্বাচন স্থগিত করেন। এই ঘটনায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল, সমাবেশ, সাংবাদিক সম্মেলন ও জেলা প্রশাসক, পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দিয়েছেন। তারা ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সাথে সাক্ষাৎ করে নির্বাচন বানচাল ও স্থগিত নির্বাচন দ্রুত সম্পন্নের বিষয় তুলে ধরেন।

 

উল্লেখ্য, বর্তমান সভাপতি বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক ধন মিয়া কারসাজি করে বিগত সময়ে তারা সমিতির লাখ লাখ টাকা লুটেপুটে খেয়েছেন। শ্রমিকদের রক্ত কামানো টাকার হিসাব পাই পাই করে আদায় করা হবে। ভোটার তালিকা নিয়ে এই অপকর্মের জবাব তাদেরকে দিতে হবে।

 

সম্পাদনা / সৈয়দ মনির।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *