
সেপ্টেম্বর ৫, ২০১৬,১৭:৩০:২১
সোনাগাজীর আলো ডেস্ক:-কামরুল হাসান নাসিমের নেতৃত্বাধীন কথিত ‘আসল বিএনপি’র নেতাকর্মীরা আবারও নয়াপল্টনের বিএনপি কার্যালয় দথল করতে এসে ধাওয়া খেয়ে পালিয়ে গেছে।
সোমবার বিকেল তিনটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিজেকে ‘আসল বিএনপি’ দাবি করা নাসিম লোকজন নিয়ে নয়পল্টনের বিএনপি কার্যালয় দখল করতে আসতে পারে, এটি জানতে পেরে বিএনপি কার্যালয়ের কর্মকর্তারা দলের নেতাকর্মীদের আগেই বিষয়টি জানিয়ে রাখেন। বিএনপির নেতাকর্মীরা নেতাকর্মীরা নাসিমের দলবলকে প্রতিহত করার প্রস্তুতি নিয়ে রাখে।
একপর্যায়ে নাসিমের নেতৃত্বে ‘আসল বিএনপির’ ৩০/৪০ জনের একটি দল নয়াপল্টন কার্যালয়ের কাছাকাছি পৌছালে বিএনপি কর্মীরা তাদের ধাওয়া করে। এসময় নাসিমের কয়েকজন সমর্থককে বেদম পিটুনি দেওয়া হয়। অন্যরা পালিয়ে যায়।
বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বর্তমান বিএনপিকে অবৈধ ঘোষণা করে নিজেকে ‘আসল বিএনপি’ দাবি করে এর আগেও কামরুল হাসান নাসিম একাধিকবার লোকজন নিয়ে নয়পল্টনের কার্যালয় দখল করতে এসে ধাওয়া খায় ও গণধোলাইয়ের শিকার হয়।
