
০৫ সেপ্টেম্বর ২০১৬
সোনাগাজীর আলো ডেস্ক:-যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত মীর কাসেম আলীর পক্ষে ফেইসবুকে ‘উসকানিমূলক’ স্ট্যাটাস দেওয়ায় এক রেলকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ।
সোমবার দুপুরে বন্দর নগরীর সেগুন বাগান এলাকা থেকে গ্রেপ্তার শাহাদাৎ হোসেন খন্দকার (২৬) পূর্ব রেলে সহকারী লোক মাস্টার হিসেবে কর্মরত।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান গনমাধ্যম কে বলেন, “যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসিতে বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে ফেইসবুকে উসকানিমূলক স্ট্যাটাস দিয়েছে শাহাদাৎ। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে।”
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মীর কাসেম একাত্তরে আল বদর কমান্ডার হিসেবে একটি নির্যাতন কেন্দ্র পরিচালনা করতেন।
নির্যাতন কেন্দ্র ‘ডালিম হোটেলে’ মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনসহ ছয়জনকে হত্যার অপরাধে শনিবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারে মীর কাসেমকে ফাঁসিতে ঝোলানো হয়।
