ডেস্ক রিপোর্ট | প্রকাশ- সেপ্টেম্বর ২৮,

অভিষিক্ত মোসাদ্দেক হোসেনের বীরত্বপূর্ণ দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ২ উইকেটে হার মেনেছে বাংলাদেশ। সিরিজে সমতা এনেছে অাফগানিস্তান।
সাফল্য গাঁথায় অনন্য অর্জনের সামনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ বুধবার দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি। প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় এক সময় অল্প রানেই অলআউট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল।
কিন্তু দশম উইকেট জুটিতে রুবেল হোসেনকে সঙ্গে নিয়ে মোসাদ্দেক হোসেনের বীরত্বপূর্ণ ব্যাটিং মান বাঁচিয়েছে বাংলাদেশের। মোসাদ্দেকের অপরাজিত ৪৫ রানের ইনিংসে ভর করে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে টাইগাররা।
সম্পাদনা / সৈয়দ মনির।
