সদর উপজেলা প্রতিনিধি : ২২ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার।

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জয়নাল আবদীন হত্যার ১৫ দিনেও গ্রেফতার হয়নি জড়িতদের কেউ। এনিয়ে পরিবারের সদস্য ছাড়াও নিজদলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার সোনাগাজীর অালোকে জানান, পুলিশ একাধিক বার অভিযান চালিয়ে ব্যার্থ হয়েছে। এজাহার নামীয় অাসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, কিন্তু পুলিশ অাসার কয়েক মিনিট অাগে তারা ঘাঢাকা দেয়।
প্রসঙ্গত , ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে ফেনী থেকে বাড়ি যাওয়ার পথে মধুয়াই বড় পোল সংলগ্ন স্থানে দলীয় কোন্দলের জের ধরে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা কুপিয়ে ও গুলি করে জয়নাল আবেদীনকে হত্যা করে। এসময় তার দুই হাত ও দুই পায়ে উপুর্যুপুরি কুপিয়ে ও বুকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে ফেলে যায়। ঘটনার দিন রাত ১১টার দিকে পুলিশ এলাকায় অভিযান চালায়। পৌরসভার মধুপুরস্থ মেহেদী-সাঈদী বিদ্যানিকেতন সংলগ্ন ধানক্ষেতে হত্যাকান্ডে ব্যবহৃত নাম্বারবিহীন সিএনজি অটোরিক্সা রেখে পালিয়ে যায়। পরে পুলিশ সিএনজিটি উদ্ধার করে।
এ ঘটনায় তার পিতা হাফেজ আহম্মদ বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কামাল উদ্দিনকে প্রধান আসামী করা হয়েছে। অপর আসামীরা হলো তাজুল ইসলাম, ফখর উদ্দিন, আবদুল হাই লিটন, সুমন, ফরহাদ, মেহেদী হাসান, মানিক, আবুল হাসেম, জসিম উদ্দিন। এছাড়া আরো ৮-১০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এদিকে ঘটনার দুই সপ্তাহ পার হলেও জড়িতদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সদর থানার ওসি মাহবুব মোরশেদ সোনাগাজীর অালোকে জানান, আসামীদের ধরতে বাড়িসহ সম্ভাব্য স্থানগুলোতে একাধিকবার অভিযান চালানো হয়েছে। তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত অাছে।
সম্পাদনা / সৈয়দ মনির।
