Thursday, January 15সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

বালিগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবলীগ নেতার দাফন সম্পন্ন  

 

৭ সেপ্টেম্বর, বুধবার, ২১:৩০

FB_IMG_1473182690237

সদর প্রতিনিধি- ফেনী সদর উপজেলার বালিগাওয়ে নিজ দলীয় সন্ত্রাসীদের গুলিতে নিহত  ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও  সাবেক মেম্বার জয়নাল আবেদিনের লাশ দাফন করা হয়েছে।বুধবার দুপুরে ওই ইউনিয়নের মুধুয়াই গ্রামে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে  লাশ  দাফন করা হয়।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে  বলে জয়নাল মেম্বারের  ভাই আমির হোসেন জানান। এর আগে মঙলবার রাত সাড়ে দশটার দিকে জয়নাল মেম্বার ফেনী থেকে ফেরার পথে ওই ইউনিয়নের  মধুয়াই বড়পোল নামক স্থানে পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা  সন্ত্রাসীরা সিএনজি গতিরোধ করে তাকে গুলি  ও কুপিয়ে গুরতর আহত করে বোমা ফাটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা  তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত  ডাক্তার  মৃত ঘোষনা করে।এ ব্যাপারে জয়নাল মেম্বারের পিতা হাফিজ আহম্মদ সাংবাদিকদের জানান, জয়নাল মেম্বার ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহারের একনিষ্ঠ কর্মী ছিল বিদায় ইউপি নির্বাচনে তার পক্ষে জোরালো ভুমিকা রেখেছিল। ফলে বাহারের প্রতিপক্ষ অাজাদ ও শুসেন গং তার ছেলেকে খুন করেছে বলে তিনি অভিযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *