
০৮ সেপ্টেম্বর ১৬, ১৬:২০:২১
আবুল হোসেন রিপন:-ঘরে খাবার নেই,পঙ্গু বলে কারো কাছে ভিক্ষা করতেও যেতে পারিনা,সন্তানদের মুখে দিকে তাকিয়ে কোন উপায় না পেয়ে রিক্সা চালাইতেছি এসব কথা বলছিলেন সোনাগাজী পৌর সদরের ব্যাটারি চালিত অটো রিক্সা চালক পঙ্গু ফারুক।সংশ্লিষ্ট সুত্র জানায়,সোনাগাজী পৌর সদরের বাসিন্দা ফারুক গত কয়েক বছর পূর্বেও সম্পুর্ন সুস্থ ছিলো কিন্তু অজ্ঞাত রোগে আক্রান্ত হলে চিকিৎসার অভাবে তার দুই পা হাটু পর্যন্ত কেটে ফেলতে হয়েছে।অত্যান্ত দরিদ্র ফারুক পঙ্গত্ববরন করার পূর্বে সুইপার হিসেবে কাজ করে জীবিকা নির্ভহ করতো।ফারুক বলেন,পা কেটে ফেলার পর কিছুদিন ভিক্ষা করে সংসার চালানোর চেষ্টা করি কিন্তু সোনাগাজীর মানুষ এত কৃপন হয়েছে যে ভিক্ষা দিতে চাইতোনা,যারা ২/১ টাকা ভিক্ষা দিতো তাদের কটু বাক্যে মনটা খারাপ হয়ে যেতো।তাই উপায়হীন হয়ে জীবনের ঝুকি জেনেও রিক্সা চালানো শুরু করি।এতেই মনে শান্তি কারন কারো কাছে হাত না পেতে পরিশ্রম করে সংসার চালাচ্ছি।এ ব্যাপারে সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আজিজুল হক হিরন সোনাগাজীর আলোকে বলেন,ফারুকের বিষয়টি আমরা জানতান না,এখন যখন জেনেছি তার পুর্নবাসনের ব্যাবস্থা করা হবে।
