
নিজস্ব প্রতিবেদকঃ ১৯ সেপ্টেম্বর ২০১৬, সোমবার ১৬:০০
মধ্য চর ছান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সোনাগাজী উপজেলা অা’লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ। 
সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে সাবেক সভাপতি মাস্টার মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর নবী।
সদস্যদের ভোটে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন দাতা সদস্য মো. শহীদ উল্যাহ। এর অাগে অভিভাবক সদস্য মনোনীত হন মো. ইলিয়াছ, ফেরদৌস অারা বেগম, মো. অাবদুল মোল্লাহ ও বিবি ফাতেমা খাতুন। এছাড়া ইউপি সদস্য মো. ফয়েজ অাহমদ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি মোহাম্মদ উল্যাহ, বিদ্যা উৎসাহী সদস্য উম্মে সালমা, শিক্ষক প্রতিনিধি মোশারফ হোসেন ও রাহেনা অাক্তার মনোনীত হয়েছেন।
অনুষ্টান শেষে বিদায়ী সভাপতি মাস্টার মফিজুর রহমান ও সহসভাপতি অাবু সুফিয়ানের হাতে কোর’আন তুলে দেন নবনির্বাচিত সভাপতি সৈয়দ দীন মোহাম্মদ।
