সৈয়দ মনির অাহমদ, প্রকাশ- ২৬ সেপ্টেম্বর, সোমবার ২০:০০

সোনাগাজী উপজেলার মতিগঞ্জের ভাদাদিয়া গ্রামের ছয় ভাইয়ের বাড়ীর বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা খুরশিদ অালম(৬৮)। ২ ছেলে ও ২ মেয়ের জনক। ২ মেয়ে বিবাহিত। ১ ছেলে সিএনজি চালক, বিবাহিত। অন্যজন অবিবাহিত ও বেকার। কিন্তু কেউ খবর নেয়না বৃদ্ধ জন্মদাতার।
খুরশিদ অালম জানান, ১ম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেছেন। দ্বিতীয় স্ত্রী দুর্বলতার কারনে বাপের বাড়ীতে অবস্থান করছেন। বিভিন্ন সময় অভাব অনটনে পড়ে ভিটে বাড়ী বিক্রি করেছেন। এখন গৃহহীন। কখনো কারো দোকানের বারান্দায়, কখনো স্কুলের বারান্দায় রাত্রী যাপন করেন। বর্তমানে মতিগঞ্জের নেভী মার্কেটের পিছনে চাপরা ঘরে রাত্রী যাপন করেন, দিনের বেলায় ভিক্ষুকের মত ঘুরে বেড়ান । চাল ডাল যোগাড় করে নিজেই রান্না করে খেতে হয়। ৩ মাস অন্তর যে ভাতা পান তা ছেলে, মেয়ে ও স্ত্রীকে ভাগ বটোয়ারা করে দেন। টাকা নেয় সবাই কিন্তু খবর নেয়না কেউ।
স্থানীয় ইউপি সদস্য ফেরদৌস রাসেল জানান, ভুমিহীন হিসেবে তার নাম পাঠানো হয়েছে। বর্তমানে প্রক্রীয়াধিন অাছে।
