দাগনভুঞা প্রতিনিধি : ২২ বৃহস্পতিবার ২০১৬,

ফেনীর দাগনভূইয়া উপজেলা আ’লীগের পক্ষ থেকে বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তানদের সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।শুক্রবার বিকালে বাজারে জিরো পয়েন্টে এ সংবর্ধনা দেওয়া হবে।
দাগনভূইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন জানান,শুক্রবার বিকেলে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান সড়ক ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের,ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক,প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহাম্মেদ নাসিম চৌধুরীকে উপজেলা আওয়ামীলীগ ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম হাজারীর পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হবে।এসময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান আবু বেলাল শফিউল হক উপস্থিত থাকার কথা রয়েছে।এদিকে এ সংবর্ধনাকে কেন্দ্র করে উপজেলা আ’লীগের পক্ষ থেকে ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে এছাড়াও বাজারে সাঁটানো হয়েছে বড় বড় বিলবোর্ড ।
