
সেপ্টেম্বর ১১, ২০১৬
সোনাগাজীর আলো ডেস্ক:-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভূগছেন। রোববার রাতে হান্নান শাহকে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মো. ইউনুস বাবুল।
তিনি জানান, রোববার রাতে ১২টার মধ্যে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে।
হান্নান শাহ‘র বড় ছেলে শাহ রেজাউল হান্নান বলেন, বাবাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। রোববার রাত ১০টাার দিকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছবে বলে আমরা আশা করছি। এরপর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে রাত ১২টায় বাবাকে নিয়ে রওনা হতে পারবো ইনশাল্লাহ। বাবার আশু আরোগ্য কামনা করে বিএনপিসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, আ স ম হান্নান শাহের সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে তার ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান এবং মেয়ে শারমিন হান্নান সুমিও যাবেন।
আসম হান্নান শাহকে সিঙ্গাপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হবে। এর আগে মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) হার্টঅ্যাটাকে গুরুতর অসুস্থ হলে হান্নান শাহকে সিএমএইচে ভর্তি করা হয়।
