
সৈয়দ মনির অাহমদ- ১৫ সেপ্টেম্বর, ২০১৬, ২:২০
সোনাগাজী সদর ইউনিয়নের শাহাপুরে ঈদুল আযহা উপলক্ষ্যে শাহাপুর মুনষ্টার ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত হাডুডু ম্যাচে বিবাহিত(প্রবীন) দলের বিপক্ষে ৩৪/২৭ পয়েন্টে অবিবাহিত (নবীন) দল জয়লাভ করেছে। ১৪ সেপ্টেম্বর, বুধবার বিকালে শাহাপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত খেলাটি পরিচালনা করেন মাষ্টার রফিক উল্লাহ, আবুল কাশেম ও মাসুদ আলম।
শাহাপুর মুনষ্টার ক্লাবের সভাপতি নুরুল হুদা সায়েম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৭নং সোনাগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান এম. শামসুল আরেফিন, বিশেষ অতিথি ছিলেন ৪নং ওয়ার্ড মেম্বার আবু বকর সিদ্দিক গেরিলা, সোনাগাজী মডেল থানার এসআই আবুল খায়ের। খেলাশেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
