Thursday, January 15সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সাংসদ রহিম উল্যাহর বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা

IMG_২০১৪০২০৭_১৬২১৩৭-picsay

৭ সেপ্টেম্বের ১৬,১৭:৫৩:২১

আবুল হোসেন রিপন<<<ফেনী-০৩ আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাহ ও তার আত্মীয় মালদ্বীপ প্রবাসী মঈন উদ্দিন হেঞ্জুর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেছে আইয়ুব নবী ফরহাদ নামের এক যুবলীগ নেতা।ফরহাদ সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারনের সম্পাদক।তিনি বুধবার দুপুরে ফেনীর চীপ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ অভিযোগ দায়ের করেন।বাদী তার অভিযোগে উল্লেখ করেন অভিযুক্ত মঈন উদ্দিন হেঞ্জু ৩০ আগষ্ট তার ফেইসবুক আইডির লাইভ ভিডিওতে ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওযামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে।এতে করে তার ও নিজাম হাজারীর মান সম্মান ক্ষুন্ন হয়েছে বলে তিনি দাবী করেন।বাদীর আইনজীবি নুর হোসেন জানান,আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে ভিডিও দেখে পরবর্তী আদেশ দিবেন।এ বিষয়ে সাংসদ নিজাম হাজারীর সাথে যোগাযোগ করা হলে তিনি মামলার বিষয়ে কিছুই জানেন না বলে প্রতিবেদক কে জানান।অভিযোগের ব্যাপারে সাংসদ রহিম উল্যাহর বলেন,যতটুকু জানি মঈন উদ্দিন বর্তমানে প্রবাসে রয়েছে। সে কারো বিরুদ্ধে কোন আপত্তিজনক মন্তব্য করেছে কিনা আমার জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *