
সৈয়দ মনির অাহমদ : ৮ সেপ্টেম্বর, ১৩:২০
“অতীতকে জানবো, ভবিষ্যৎকে গড়বো” ৮ সেপ্টেম্বর বৃহষ্পতিবার সকালে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে সোনাগাজী উপজেলা প্রশাসনের অায়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা অনুষ্ঠান এবং প্রতিপাদ্য বিষয়ের উপর উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: মিনহাজুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো: শরিফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন, সোনাগাজী মডেল থানার ওসি( তদন্ত) মো: মেজবাহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আল মোমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নুর নবী, সমাজ সেবা অফিসার নাছির উদ্দিন, ইউআরসি ইন্সট্রাক্টর তাসলিমা খানম, উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার মো: নাছির উদ্দিন প্রমুখ।
