
প্রকাশ : সেপ্টেম্বর ১৭, ২০১৬, ৮:১৫
বিশেষ প্রতিনিধি:-সোনাগাজী যুবলীগ নেতার উপর হামলার ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব চৌধুরী রবিনসহ ৩২জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।এদিকে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে রাতে নবাবপুর ইউনিয়নের ভোরবাজারে আওয়ামীলীগ সভাপতি রুপম শর্মা ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবদুল মান্নানের নেতৃত্বে বিক্ষোভ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
