
সৈয়দ মনির অাহমদ : ৭ সেপ্টেম্বর ২০১৬, বুধবার। ১৬:৩০
সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নে ডাকাতি প্রস্তুতিকালে নুর করিম প্রকাশ করিমা (৩৩) নামের এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। স্থানীয়রা জানান, রাতে হটাৎ শোর চিৎকার শুনে পুলিশে খবর দিলে, পুলিশের টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে অাটক করে। সে অাত্নঃজেলা ডাকাত দলের সদস্য।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, মঙ্গলবার রাতে উপজেলার চর সাহাভিকারি গ্রামে এক প্রবাসীর বাড়ীতে ডাকাতি প্রস্তুতিকালে স্থানীয়দের সহযোগীতায় একই গ্রামের তাহেরা মেম্বার বাড়ীর অাবদুল কুদ্দুছের ছেলে নুর করিম কে গ্রেফতার করে এএসআই ডালিম মজুমদার এর নেতৃত্বে পুলিশের একটি দল। ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার বিকালে ফেনী বিজ্ঞ অাদালতের মাধ্যমে ধৃত করিমকে কারগারে প্রেরন করা হয়েছে।
