সৈয়দ মনির অাহমদ, প্রকাশ -২৬ সেপ্টেম্বর, সোমবার ১৮:০০

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপুজা উপলক্ষ্যে সোনাগাজী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুৃষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড. এম কামরুল অানাম। তিনি বলেন ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আজানের সময় পুজা মন্ডপ গুলোতে মাইক বন্ধ রাখতে হবে। সমাজের সকল শ্রেনী পেশার মানুষের সমন্বয়ে প্রতিটি পুজা মন্ডপ এলাকায় একটি সমন্বয় কমিটি গঠন করতে হবে।
সোমবার বিকালে সোনাগাজী উপজেলা মিলনায়তনে উপজেলা সহকারী ভুমি কমিশনার বিদর্শী চাকমার সভাপতিত্বে অারো বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, নবাবপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, অামিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল অালম, মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবুু, মডেল থানার এসঅাই রমজান অালী, উপজেলা হিন্দু বৌদ্দ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি জ্যোতিশ বড়ুয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দুলাল কান্তি দাস, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি জগদীশ চন্দ্র দাস, সাধারন সম্পাদক সমর দাস প্রমুখ।
এছাড়াও ২৩ টি পুজা মন্ডপের সভাপতি -সম্পাদকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
