Thursday, January 15সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীতে পুলিশ ফাঁড়ির পাশেই গনচুরি

addassa

০৪ সেপ্টেম্বর ২০১৬,১৪:২২:২১

আবুল হোসেন রিপন,ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের আদর্শগ্রাম বাজারে গনচুরির ঘটনা ঘটেছে।শনিবার গভীর রাতে আদর্শগ্রাম পুলিশ ফাঁড়ির ১০০ গজের মধ্যে কয়েকটি দোকানে চুরির এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সুত্র জানায়,ঘটনার সময় এলাকার চিহ্নিত চোরের দল আদর্শগ্রাম বাজারের কাদের ষ্টোর, মান্নান ষ্টোর, আফসার ষ্টোরে হানা দেয়। তারা দোকানগুলোর তালা ভেঙ্গে ও গ্রীল কেটে প্রবেশ করে। কেউ টের পাওয়ার পূর্বে চোরের দল দোকান গুলো থেকে নগদ টাকা ও মুল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। রাত ৪ টার সময় কাদের ষ্টোরের মালিক আব্দুল কাদের দোকানের তালা ভাঙ্গা দেখতে পেয়ে পাশে অবস্থিত পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যদের খবর দেয়।

আব্দুল কাদের জানান ,চোরেরা ৫ টি দোকান থেকে নগদ প্রায় ২৮০০০০ (দুই লক্ষ আশি হাজার টাকা) ও ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এদিকে ফাঁড়ি থেকে ১০০ গজের মধ্যেই গনচুরির ঘটনায় এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা বলেন রাতে যে সব দোকানের সামনে পুলিশ দায়িত্ব পালন করে সেখানে চুরির ঘটনা অনেক রহস্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্থ দোকানিরা বলেন ,চোরদের ধরা এবং লুন্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের যথেষ্ঠ সহযোগিতা পাওয়া যাচ্ছেন।

তবে তাদের অভিযোগ অস্বিকার করে চুরির ঘটনা সত্য বলে আদর্শগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশিক জানান,ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে।পুলিশ ফাড়ির পাশেই চোরেরা দোকান চুরির সাহস কিভাবে করলো প্রশ্নের কোন সদুত্তর তিনি দিতে পারেনি তিনি। ক্ষতিগ্রস্থ দোকানিরা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *