
০১ সেপ্টেম্বর ২০১৬
আবুল হোসেন রিপন:-বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড সোনাগাজী শাখা বর্গাচাষী পুরুষ দলের মধ্যে ক্ষুদ্র ব্যাবসায় লগ্নি করার জন্য ঋন বিতরনে করেছে।বৃহস্পতিবার বিকালে সোনাগাজী পল্লী উন্নয়ন বোর্ড কার্যালয়ে ঋন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান।

উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা কামাল উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও স্বেচ্চাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ভাস্কর প্রসাদ ছৌধুরী সহ উপজেলা পল্লি উন্নয়ন বোর্ড অফিসের কর্মকর্ত,কর্মচারী বৃন্দ।অনুষ্ঠানে উপজেলা মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া বর্গাচাষী দলের ২৭ জন সদস্যের মাঝে ৭৫২০০০(সাত লক্ষ বায়ান্ন হাজার) টাকা নগদ বিতরন করা হয়।

