Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীর অাশিক চট্টগ্রামে অপহরন, ঢাকায় উদ্ধার

সৈয়দ মনির অাহমদ : প্রকাশ- ২৯ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার ২৩:০০
fb_img_1475164840117
চট্রগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামীক বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র অাবদুল ওয়াদুদ অাশিক (২২) কে চট্রগ্রামের মাদাম বিবির হাট পেট্রোল পাম্পের সামনে থেকে বুধবার সকাল ১০ টায় অপহরন করেছে দুর্বৃত্তরা।
সে সোনাগাজীর উত্তর চর ছান্দিয়া গ্রামের মৌলভী আহম্মদ করিমের বাড়ীর আবদুল্যাহ মিয়ার ছেলে।
পরিবার সুত্রে জানা যায়, বুধবার পরীক্ষা দিতে গিয়ে দুর্বৃত্তদের হাতে অপহরন হয় অাশিক। তার ব্যাবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ ছিল। অনেক খোজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। বৃহষ্পতিবার ভোর ৫টায় ঢাকা উত্তরার ১১ নং সেক্টর বায়তুন নুর মসজিদের মোয়াজ্জেম মসজিদে প্রবেশের সময় মসজিদের সামনে অাশিককে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে ওই মোয়াজ্জেম তার কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে পরিবার কে অবহিত করেন। সে বর্তমানে ঢাকার একটি প্রাইভেট মেডিকেলে চিকিৎসাধিন রয়েছেন। অাশিকের খালাতো ভাই অাতিক জানান, অপহরনের বিষয়ে অাশিক কিছুই বলতে পারছেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *