
১২ সেপ্টেম্বর ১৬, ২৩:০৩:৩২
ঈদুল আযহা।মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশে ১২ সেপ্টেম্বর ঈদুল আযহা পালন হয়েছে।১৩ সেপ্টেম্বর বাংলাদেশে ঈদ পালিত।ঈদের খুশিতে অনলাইন নিউজ পের্টাল www.sonagaziralo.com এর পক্ষ থেকে সকল পাঠক,গ্রাহক,পৃষ্টপোষক,বিজ্ঞাপন দাতা ও শুভানুধ্যায়িদের শুভেচ্ছা।ফেনী,সোনাগাজী সহ দেশ বিদেশের সকর ধর্মপ্রান মুসলমানদের প্রতিও রইলো শুভেচ্ছা।বস্তুনিষ্ট সংবাদ প্রচারে সোনাগাজীর আলো আপনাদের পাশে ছিল এবং থাকবে।আপনাদের সবার সহযোগীতা আমাদের একান্ত কাম্য।ঈদ সবার জীবনে অনাবিল আনন্দ বয়ে আনবে এই প্রত্যাশায় আবুল হোসেন রিপন,সম্পাদক সোনাগাজীর আলো ডটকম।
