
০২ সেপ্টেম্বর ২০১৬
বিশেষ প্রতিনিধি:-সোনাগাজী মড়েল থানার ওসি হুমায়ুন কবির কে জেলা গোয়েন্দা পুলিশের ওসি হিসেবে পদায়ন করা হয়েছে এমনটা জানিয়েছেন জেলা পুলিশ প্রশাসনের একটি নির্ভর যোগ্য সুত্র।অপর দিকে তার স্থলে ছাগলনাইয়া থানার ওসি রাসেদ খান চৌধুরী কে সোনাগাজী মড়েল থানায় এবং জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আযাদ কে ছাগলনাইয়া থানায় পদায়ন করা হয়েছে।মুঠোফোনে হুমায়ুন কবির তার বদলীর সত্যতা নিশ্চিত করেছেন।হুমায়ুন কবির সোনাগাজী মড়েল থানায় যোগদানের পর আইনশৃংখলার যথেষ্ট উন্নতি হয়েছে বলে মনে করে উপজেলাবাসী।তবে স্থানীয় আওয়ামী নেতৃত্বের একাংশের সাথে তার বিরোধ শেষ অবদি সমাধান হয়নি।তার বদলীর সংবাদে উপজেলার সিংহভাগ মানুষের মধ্যে হতাশা বিরাজ করতে দেখা যাচ্ছে।সোনাগাজীতে দায়িত্ব পালন কালে দৃঢচেতা লোক হিসেবে হুমায়ুন কবির যথেষ্ট সুনাম অর্জন করেছে।
