Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীর কথিত যুবলীগ নেতা শাটার কামরুল গ্রেফতার

img_20160921_144102fb_img_1474448220696

২১ সেপ্টেম্বর ১৬

সংবাদদাতা:-সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নের কথিত যুবলীগ নেতা শাটার কামরুল কে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার দুপুরে মডেল থানার এস.আই আবুল খায়েরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে ইউনিয়নের ফাজিলের ঘাট এলাকা থেকে গ্রেফতার করে।তার বিরুদ্ধে ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের,স্বেচ্চাসেবকলীগ সাধারন সম্পাদক সোহাগ খায়ের,ওয়ার্ড যুবলীগ সভাপতি জাহাঙ্গির কে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলাসহ সন্ত্রাসের বহু অভিযোগ রয়েছে।সে ওই এলাকার সাবেক বিএনপি সভাপতি নুরুল আফচারের ছেলে বলে জানিয়েছেন যুবলীগ সভাপতি আনোয়ার খায়ের।তিনি আরও জানান,কামরুলের চাচা  গোলাম মাওলা ইউনিয়ন জামাতের সাবেক আমির।আওয়ামীলীগ রাজনীতিকে ধবংস করার জন্য একটি কুচক্রী মহল তাকে সরকার দলের কর্মকান্ডে ব্যাবহার করেছে।এলাকাবাসী জানায়,কামরুল ৯৬ সালে শার্টারগান সহ গ্রেফতার হওয়ার পর এলাকায় শার্টার কামরুল নামে পরিচিতি পায়।গত ইউপি নির্বাচন কে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকান্ডের কারনে  শার্টার কামরুলের নাম বার বার মিডিয়ার শিরোনাম হয়ে উঠে।সর্বশেষ ১৯ সেপ্টেম্বর সে প্রকাশ্যে যুবলীগ সভাপতি আনোয়ার খায়ের কে গুলি করে।গুলিবিদ্ধ খায়ের ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরন জানিয়েছেন ওই ইউনিয়নে কামরুল নামের কেউ যুবলীগ রাজনীতির সাথে জড়িত কিনা তাহা আমার জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *