Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজী উপজেলা ছাত্রলীগ নেতা অানোয়ারের জামিন লাভ

নিজস্ব প্রতিবেদকঃ ২৮ সেপ্টেম্বর ২০১৬, বুধবার ১৯:৩০
fb_img_1475068879506
সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন অাহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সাঈদ অানোয়ার ৩ মাস ২০ দিন কারাবরনের পর জামিনে মুক্তি করেছেন।উচ্চ অাদালত থেকে জামিন পেয়ে বুধবার সন্ধায় ফেনী কারাগার থেকে মুক্তি পান তিনি।
জানা যায়, তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় ৬ জুন সন্ধায় সোনাপুরের নিজ বাড়ী থেকে গ্রেফতার হন তিনি।
সে সোনাপুরের তিনবাড়ীয় গ্রামের মো. হানিফের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *