
০৮ সেপ্টেম্বর ১৬, ১৬:৫৫:৩২
আবুল হোসেন রিপন:-পবিত্র হজ্বব্রত পালনে সৌদি আরবে পৌছনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার তিনি লন্ডন থেকে সৌদি আরবের জেদ্দা বিমান বন্দরে পৌছেন।বিমান বন্দরে তাকে স্বাগত জানান জেদ্দা প্রবাসী বিএনপির নেতৃবৃন্দ।এ সময় আরও উপস্থিত ছিলেন জেদ্দা প্রদেশের বিএনপি নেতা ও সোনাগাজীর কৃতি সন্তান সেলিম রেজা।এরপূর্বে হজ্ব পালনে সৌদি পৌঁছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।মামলার কারনে দির্ঘদিন বাংলাদেশে আসতে না পেরে লন্ডনে বসবাস করছেন তারেক রহমান।তাছাড়া তার চিকিৎসা চলছে বলে জানান বিএনপির নেতৃবৃন্দ।সরকার বিরোধী আন্দোলন নিয়ে বিএনপির শীর্ষ দুই নেতার গুরত্বপুর্ন বঠৈক হবে বলে মনে করেন রাজনতৈকি বিশ্লেষকগন।
