
২২ সেপ্টেম্বর ১৬
গৌতম পাল,আদালত প্রতিনিধি:-সোনাগাজীর চর সোনাপুরে ডাকাতের গুলিতে সাহাব উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার অতিরিক্ত দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৬ সালের ২০ ডিসেম্বর রাতে সোনাগাজী উপজেলার চর সোনাপুর গ্রামে একদল সশস্ত্র ডাকাত পুলিশ পরিচয়ে সৌদিপ্রবাসী আবদুল মান্নানের বাড়িতে হানা দেয়। ডাকাতরা ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে জিনিসপত্র লুট করে। এরপর তারা বেরিয়ে যাওয়ার পর ঘরের লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন ডাকাতদের ধাওয়া করে। একপর্যায়ে ডাকাতেরা গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়লে সাহাব উদ্দিন নামের একজন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় প্রবাসী আবদুল মান্নানের ভাই নুর নবী বাদী হয়ে সোনাগাজী থানায় একটি হত্যা মামলা করেন। সোনাগাজী থানার তৎকালীন এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা অরুণ কুমার চন্দ ১৯৯৭ সালের ২৭ মে সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে গতকাল আদালত রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন সোনাগাজীর চর লামছি গ্রামের ছুট্টু মিয়া ও চর কৃষ্ণজয় গুচ্ছ গ্রামের মনির উদ্দিন খোকন। রায় ঘোষণার সময় দুজনই আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া মামলার অপর ৫ আসামি মোশারফ হোসেন, মো: ফারুক, বাহার আহম্মদ, মো: হারুন ও নুরুল ইসলামকে মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
এপিপি দ্বিজেন্দ্র কুমার কংস বণিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
