পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ১৬
০৬:৩০ , সেপ্টেম্বর ১৬ , ২০১৬
সোনাগাজীর আলো ডেস্ক:-পাকিস্তানের পেশাওয়ারে একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। শুক্রবার পেশাওয়ারের মোহমান্দ এজেন্সির আনবার তেহশিল মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় প্রাথমিকভাবে অন্তত ১৬ জন নিহত ও ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আত্মঘাতী হামলাকারী মসজিদের বারান্দায় বোমাটির বিস্ফোরণ ঘটায়।
তাৎক্ষণিকভাবে কোনও জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি। প্রাথমিক হামলা ও হতাহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।
উদ্ধারকর্মী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। নিহতদের মরদেহ ও আহতদের স্থানীয় হাসপালাতে নেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার একই এলা...







