সোনাগাজীর অালো ডেস্কঃ ২০ অক্টোবর ২০১৬।

অনলাইন পত্রিকার সংখ্যা ও গুরুত্ব বৃদ্ধির সঙ্গে দিনকে দিন কাগজের পত্রিকার সংখ্যা ও গুরুত্ব কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ‘এখন অনলাইন সংবাদপত্রের সংখ্যা বেশি, কাগজের সংখ্যা বা গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে।’
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবে ‘জাতীয় প্রেসক্লাব-বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা যারা এখনো পুরোনো যুগের মানুষ সকাল বেলা উঠে পত্রিকাটা হাতে না পেলে মনটা খারাপ লাগে। ১ কাপ চা আর একটা পত্রিকা, আমাদের যাদের অভ্যাস আছে, তাদের জন্য এটা যে কত গুরুত্বপূর্ণ, কত প্রয়োজন! কিন্তু আজকের ছেলেমেয়েরা ল্যাপটপ নিয়ে বসে, ওখানেই বসে দেখে, ওখানে বসেই পড়ে। এটা হলো বাস্তবতা।’
সম্পাদনা / সৈয়দ মনির।
