Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

অনুর্ধ্ব -১৮ ক্রিকেটে বান্দরবানকে হারালো ফেনী

 

 

ক্রীড়া প্রতিবেদক- প্রকাশ- ২৮ অক্টোবর১৬।

ইয়াং টাইগার্স অনুর্ধ্ব ১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় প্রথমদিনেই বান্দরবানকে হারিয়েছে ফেনী জেলা দল। শুক্রবার চট্টগ্রামের সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ফেনীর খেলোয়াড়রা সবকটি ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে। ফেনীর মজিবুল হক হৃদয় ৪৮ (অপরাজিতা), আরিফ উদ্দিন নোমান ৪০ ও অধিনায়ক রাজু ৩৫ রান করেন। এছাড়া আবদুল আলিম হৃদয় ৩৭/৪ ও কামরুল ৩৫/২ উইকেট নেন। জবাবে বান্দরবান ১৮১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ৩৩ ওভারের মাথায় সব উইকেট হারিয়ে ১০২ রান অর্জন করে। ফলে ৭৮ রানের বিশাল ব্যবধান রেখেই পরাজয় মেনে নেয় বান্দরবান।

এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি আ.জ.ম নাছির উদ্দিন।

আগামী ৩০ অক্টোবর একই ভেন্যুতে কক্সবাজার জেলা দলের মুখোমুখি হবে ফেনী। এর আগে বৃহস্পতিবার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: আমিন উল আহসানের সাথে সৌজন্য স্বাক্ষাত করে অনুর্ধ্ব ১৮ বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহনকারি খেলোয়াড়রা।

সম্পাদনা / সৈয়দ মনির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *