Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

অস্ত্র উদ্ধারে চট্টগ্রাম রেঞ্জ সেরা ফেনী পুলিশ

 

সৈয়দ মনির অাহমদ : প্রকাশ- ৮ অক্টোবর ২০১৬, শনিবার।

fb_img_1475900793245

অস্ত্র উদ্ধার সাফল্যে চট্টগ্রাম রেঞ্জে সেরা হল ফেনী পুলিশ বাহিনী।

বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ- মহাপরিদর্শক  (ডিআইজি) মোঃ শফিকুল ইসলাম  বিপিএম এর নির্দেশনা অনুসারে পরিচালিত বিশেষ অস্ত্র উদ্ধার অভিযানে ২টি স্বয়ংক্রিয় রাইফেল, ১টি বিদেশী পিস্তল, ২টি বন্দুক , ১টি এল জি, ১০৮ রাউন্ড গুলি/কার্টুজ এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ ছয়জন কুখ্যাত সস্ত্রাসীকে গ্রেফতার করে সাফল্যের তালিকায় রেঞ্জের ১১টি জেলার মধ্যে প্রথম হয়েছে ফেনী জেলা পুলিশ বিভাগ। এ কৃতিত্বের পুরস্কার হিসেবে বৃহস্পতিবার রেঞ্জ প্রধান ডিআইজি মোঃ শফিকুল ইসলামের প্রশংসা সম্বলিত সনদ ও অভিনন্দন ক্রেস্ট অর্জন করেছে জেলা পুলিশ বাহিনী। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্বরত এক কর্মকর্তা এ সাফল্যের কথা জানান।

 

ওই কর্মকর্তা জানান, রেঞ্জ প্রধানের নির্দেশিত ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর বিশেষ অভিযান পরিচালিত হয় জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল হক পিপিএম এর নেতৃত্বে। এসময় পরিচালিত  বিশেষ অভিযানে ২টি স্বয়ংক্রিয় রাইফেল, ১টি বিদেশী পিস্তল, ২টি বন্দুক , ১টি এল জি, ১০৮ রাউন্ড গুলি/কার্টুজ এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ ছয়জন কুখ্যাত সস্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়

জেলা পুলিশ বাহিনী। ফলে রেঞ্জাধীন ১১ জেলার সাফল্যের  তুলনায় অস্ত্র উদ্ধার ক্যাটাগরিতে ফেনী এগিয়ে আছে। এ কৃতিত্বের অংশীদার হিসেবে জেলা পুলিশ বাহিনীতে দায়িত্বরত সকলকে আন্তরিক অভিনন্দন জানান পুলিশ সুপার মো: রেজাউল হল পিপিএম।

 

পুলিশ সুপার সোনাগাজীর অালোকে  জানান, সহকর্মীদের পেশাদারিত্ব এবং নিরলস প্রচেষ্টায় এ সাফল্য অর্জিত হয়েছে। কৃতিত্বপুর্ন এ অর্জনে জেলা পুলিশ বাহিনীর সুনাম ও কর্মস্পৃহা ও মনোবল আরো বৃদ্ধি পাবে, জানান জেলা পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *