Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

অা’লীগ নেতা কচি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন

 

সৈয়দ মনির অাহমদ : প্রকাশ- ২৯অক্টোবর ১৬।

সোনাগাজী উপজেলা অা’লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মরহুম জাহিদুল ইসলাম কচির প্রথম মৃত্যু বার্ষিকী  উপলক্ষ্যে  মিয়ার বাজার নব তরুন সংঘের অায়োজিত ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলা অনুৃষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুৃষ্ঠিত খেলায় স্বরাজপুর  মিউজিক লাইট হাউজ ২-১ গোলে তুলাতুলি গ্লোরিয়াস ক্লাবকে পরাজিত করে।
খেলা শেষে কিরন মেম্বারের সভাপতিত্বে ও ক্লাবের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন রিপনের সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী -৩ অাসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ।  তিনি বলেন,  খেলাধুলার মাধ্যমে যুবসমাজ,  মাদক, সন্ত্রাসসহ অপসংস্কৃতি থেকে বিরত থাকবে। এ সময় তিনি মাঠ সংস্কার,  ভবন নির্মান ও  অত্র বিদ্যালয়ের ১০ জন এসএসসি পরীক্ষার্থীর খরচ বহন করার প্রতিশ্রুতি দেন। অনুৃষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির,  উপজেলা অা’লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ,  পৌর অা’লীগের সাধারন সম্পাদক নুরুল অাফছার,  মঙ্গলকান্দি ইউনিয়ন অা’লীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ ফরিদ দরদী,  জেলা মুক্তিযোদ্বা প্রজন্মলীগের
হাজী খোকন,  উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি জসিম উদ্দিন,  যুগ্ন সাধারন সম্পাদক দিদার হোসেন, অামিরাবাদ ইউনিয়ন যুবলীগ নেতা নিজাম উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *