
২২ অক্টোবর ১৬
বিশেষ প্রতিনিধি: -আওয়ামীলীগের ২০ তম কাউন্সিলে সোনাগাজীতে কাউন্সিলর ও ডেলিগেটর কার্ড প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ করলেন কয়েকজন আওয়ামীলীগ ও যুবলীগ নেতা। কাউন্সিলে যোগ দেওয়ার জন্য ডেলিগেটর কার্ড না পেয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর মেয়র রফিকুল ইসলাম খোকনের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন,বগাদানা ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল,সাবেক উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও সদর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খোকন, মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক খুরশিদ আলম, আওয়ামীলীগ নেতা আজাদ সহ কয়েকজন আওয়ামীগ ,যুবলীগ নেতা।
তারা জানান, কোন যোগ্যতা না থাকা সত্বেও রফিকুল ইসলাম খোকন সম্পুর্ন স্বজনপ্রীতির মাধ্যমে সিনিয়র আওয়ামীলীগ,যুবলীগ নেতাদের অগ্রাহ্য করে সদর ইউনিয়নের স্বেচ্চাসেবকলীগ নেতা সেলিম,চরছান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন মিয়াজী ও ছাত্রলীগের সহসভাপতি আব্দুল জলিল কে ডেলিগেটর কার্ড প্রদান করে। জুনিয়র এসব ছাত্রলীগ নেতা কার্ড ফেলেও বঞ্চিত হয়েছেন উপজেলা যুবলীগ নেতা জামাল উদ্দিন,আব্দুস সালাম খোকন,আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন বাবুল।উপজেলা আওয়ামীলীগ থেকে ডেলিগেটর কার্ড না পেয়ে পরে তারা বিকল্প ব্যাবস্থায় কার্ড সংগ্রহ করে সম্মেলনে যোগদান করেন।
দলীয় কাউন্সিলে ভোট প্রদানের জন্য কাউন্সিলরের তালিকা তৈরীতে রফিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে এখতিয়ার বহির্ভুত ও স্বজনপ্রীতির অভিযোগ করে বগাদানার আওয়ামীলীগ সম্পাদক আলাউদ্দিন বাবুল বলেন, সিনিয়র আওয়ামীলীগ নেতা আমিরাবাদের চেয়ারম্যান জহিরুল আলম জহির ও যুবলীগ সভাপতি ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন থাকা সত্বেও রফিকুল ইসলাম খোকন নিজ পছন্দের জুনিয়র পৌর কমিশনার শেখ মামুন কে কাউন্সিলর মনোনিত করে।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা জীবন জানান, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি অাঃ জলিল ও অামি, কেন্দ্রিয় ছাত্রলীগ নেতার কাছ থেকে কার্ড পেয়েছি।
এদিকে খোকনের এ ধরনের আচরনের খবর জানাজানি হলে ঢাকা অবস্থানরত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।তারা বিষয়টি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে জানানোর প্রস্তুতি নিচ্চে বলে জানান।
আওয়ামীলীগ, যুবলীগ নেতাদের এসব অভিযোগের বিষয়ে জানতে পৌর মেয়র রফিকুল ইসলাম খোকনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার ব্যাবহৃত মোবাইল নম্বরটি ব্যাস্ত পাওয়া যায়।

