Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

আওয়ামীলীগের জাতীয় সম্মেলন ll ফেনীতে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা

 

তনু সরকার : প্রকাশ- ২০ অক্টোবর ২০১৬

fb_img_1476958844911

আগামী ২২-২৩শে অক্টোবর আ’লীগের ২০তম জাতীয় সম্মেলনকে ঘিরে ফেনীতে সাজসাজ রব বিরাজ করছে। চাঙ্গা হয়ে উঠেছে নেতাকর্মীরা। সড়ক, মহাসড়কে শোভা পা”েছ তোরণ, ব্যানার ও ফেষ্টুন। কেন্দ্রীয় কাউন্সিল নির্বাচনের হাওয়া লেগেছে ফেনীর আওয়ামী রাজনীতিতে। কেন্দ্রের পদ পেতে একাধিক নেতা ইতিমধ্যে লবিং শুরু করেছেন। আওয়ামীলীগের জাতীয় সম্মেলনকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে। সম্মেলনে যোগদানকারী ফেনী ছাড়া ও চট্টগ্রাম বিভাগের ৬ জেলার কাউন্সিলর ও ডেলিগেটদের মাঝে বাড়তি উৎসাহ উদ্দীপনা যোগাতে এ আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানাগেছে। চট্টগ্রাম বিভাগের ৬টি জেলার কাউন্সিলর ও ডেলিগেটদের অভ্যুত্থনা জানাতে জেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক ও ফেনী- ২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর উদ্যোগে ফেনী শহর ও মহিপালে আলোকসজ্জাসহ বর্ণিল সাজে সাজানো হ”েছ। ফেনীর ৬৫ জন কাউন্সিলর ও সমসংখ্যক ডেলিগেটসহ কয়েক হাজার নেতাকর্মী আওয়ামীলীগের জাতীয় সম্মেলনে অংশ গ্রহন করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম বলেন, কেন্দ্রকে তারা বুঝিয়ে দিতে চান যে, ফেনী সহিংসতা নয় বরং শান্তির এক মডেল, যে অর্জন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দল আওয়ামীলীগের। ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, সম্মেলন সফল করার জন্য ফেনীতে ব্যাপক প্র¯‘তি নেয়া হয়েছে। তিনি আরো বলেন, ফেনী আওয়ামীলীগের রাজনীতির অভিভাবক আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাইয়ের দিক নির্দেশনায় ও ফেনীর গন মানুষের নেতা আমাদের প্রিয় অভিভাবক নিজাম উদ্দিন হাজারী ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আছি। প্রিয় নেতাদের ডাক দেয়ার সাথে সাথে আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা করব এবং সম্মেলন সফল করব ইনশাল্লাহ। আমাদের প্রত্যাশা কেন্দ্রীয় কমিটিতে আমাদের প্রিয় অভিভাবক আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাইয়ের নেতৃত্বতো থাকবেই তার পাশাপাশি আমাদের প্রিয় নেতা নিজাম উদ্দিন হাজারীকে আমরা কেন্দ্রীয় আওয়ামীলীগের সম্মানিত পদে আশা করছি। কারণ বিএনপির পাশাপাশি আমাদেরও সমসংখ্যক কেন্দ্রীয় আওয়ামীলীগের পদে থাকা দরকার। যদি কেন্দ্রীয় বিএনপির মধ্যে ফেনীর ১৩ জন নেতার নাম থাকতে পারে তাহলে জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করে বলতে চাই তাদেরকে মোকাবিলা করে ফেনী জেলাকে আওয়ামীলীগের দূর্গ হিসেবে গড়ে তুলতে কমপক্ষে তার অর্ধেকতো ফেনী আওয়ামীলীগে আমাদের পদ পদবী থাকতে হবে। তাহলে কেবল মাত্র ফেনী জেলাকে আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাইয়ের দিক নির্দেশনায় ও নিজাম উদ্দিন হাজারী ভাইয়ের নেতৃত্বে ফেনীকে দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *