কবির আহমেদ নাছির : ১ অক্টোবর ২০১৬, শনিবার।

সাপ্তাহিক ফেনী সমাচার’র সম্পাদক ও ইয়ূথ জার্নালিষ্ট ফোরাম বাংলাদেশ ফেনী জেলার সাধারন সম্পাদক ফুলগাজী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহিবুল্লাহ ফরহাদ গতকাল শুক্রবার রাত ১০ ঘটিকার সময় ফেনী দোয়েল চত্বর নামক স্থানে মোটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হন।
জানা যায়, দৈনন্দিন কাজ শেষে বাসায় ফেরার পথে দোয়েল চত্বর আসলে অপর দিক থেকে আসা টমটম তার মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে তার ডান পায়ে জখম হয় এবং শরীরের বিভিন্ন জায়গায় থেতলে যায়। আহত অবস্থায় তাকে ফেনীর একটি প্রাইভেট হাসপাতালের প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়।
শনিবার সকালে ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি কবির আহমেদ নাছির, সহ- সভাপতি এস মামুন, সাধারন সম্পাদক সাহেদ হোসেন সাইদ, যুগ্ন সাধারন সম্পাদক তনু সরকার, সদস্য মনসুর আহমেদ তার বাসায় গিয়ে খোজ খবর নেন।তার এই দূর্ঘটনায় প্রেসক্লাব সদস্যরা দুঃখ প্রকাশ করেন। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।
