
১০ অক্টোবর ১৬
আবুল হোসেন রিপন:-সোনাগাজী মডেল ওসি হুমায়ুন কবিরের সময়োযোগী পদক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে স্কুল ছাত্রী জাহানারা।সংশ্লিষ্ট সুত্র জানায়,সব কিছু ঠিকভাবে চলছে।বাকি শুধুমাত্র গ্রামের মাওলানার ইসলামী রীতি অনুযায়ী বিবাহ পড়ানোর।প্রশাসন ও গ্রামবাসীর চোখকে ফাঁকি দিতে স্কুল ছাত্রী জাহানারা আক্তার লিমার (১৪)পিতা আমান উল্যাহ চুপিসারে বিবাহের আয়োজন করে।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় ওসি হুমায়ুন কবির সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ পাঠায় চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের কেরামতিয়া বাজারস্থ নোয়াচ্চাগো বাড়ীতে।বাল্য বিবাহের আয়োজন দেখে ওসি তাৎক্ষনিক বিষয়টি সোনাগাজীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার(ভুমি) বিধুসী সম্বোধী চাকমাকে অবহিত করে।রাত সাড়ে ৮ ঘটিকার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট নোয়াচ্চোগো বাড়ীতে উপস্থিত হয়ে বাল্য বিবাহ বন্দের আদেশ দিয়ে স্কুল ছাত্রীর পিতা আমান উল্যাহর কাছ থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া ছাড়া মেয়ের বিবাহ দিবেনা মুচলেকা আদায় করে।প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর ও তার আত্মীয় স্বজন পালিয়ে যাওয়ার কারনে তাদের কাউকে আইনের আওতায় আনতে পারেনি প্রশাসন।জাহানারা আক্তার লিমা স্থানীয় হাইস্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে।
