সোনাগাজী প্রতিনিধি:৬ অক্টোবর ২০১৬।
সোনাগাজীতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে অস্ত্র,গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।৪ অক্টোবর ভোরে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লকুর দোখান সংলগ্ন পলাতক সন্ত্রাসী ছেরাজুল হক প্রকাশ সবুজ গুরা মিয়ার বাড়ীতে অভিযান চালায়।পুলিশ এ সময় তার বসত ঘরের
শয়ন কক্ষ থেকে ১ টি বিদেশী পিস্তল,১টি মাগজিন,২ রাউন্ড গুলি ও ১ টি রাম দা উদ্ধার করে।ছেরাজুল হক ওই এলাকার ফকির আহাম্মদের ছেলে।তার বিরুদ্ধে কয়েকটি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
