
প্রেস বিজ্ঞপ্তি– ফেনীর সর্ববৃহত ও সর্বপ্রথম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান “গ্রেট এন্ড স্মার্ট টেকনলোজী লিঃ” এর জন্য দুইজন প্রশিক্ষক, দুইজন ডেভলোপার (WordPress & PHP), দুইজন প্রোগ্রামার (Java) নিয়োগ দেয়া হবে । এবং মার্কেটিং বিভাগের জন্য ৫ জন লোক নিয়োগ করা হবে। আগ্রহীদের আগামী ২৯ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার অনুরোধ করা গেল।
অফিসঃ ১৬১, শেখ আহমদ টাওয়ার, এস.এস.কে. রোড, ফেনী-৩৯০০। মোবাইল নং- 01975 309001-3.
