৩০ অক্টোবর, ১৬
নিজস্ব প্রতিবেদক:- বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। তার নাম সাইফুল হক তপু। তিনি চবির ছাত্রলীগের সহ সভাপতি। শনিবার রাত ১০টার দিকে চবির আবদুর রব হলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হলের ভেতরে প্রতিপক্ষের লোকজন সাইফুল হককে কুপিয়ে আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে তাকে প্রথমে চবির মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।আহত ছাত্রলীগ নেতা ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানার বাসিন্দা।
হাটহাজারি থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান বলেন, এ ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
