নিজস্ব প্রতিবেদকঃ প্রকাশ ১৯ অক্টোবর ২০১৬।
সোনাগাজীর চর মজলিশপুরে অভিযান চালিয়ে যুবলীগ সভাপতি অানোয়ার খায়ের কে হত্যা চেষ্টার এজাহারভুক্ত অাসামী বাহার উল্যাহ প্রকাশ তুফান বাহার (৩১) কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১ টায় তার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৩ টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
সে পশ্চিম পাইক পাড়া গ্রামের মোস্তফা কেরানীর ছেলে ও যুবলীগের সক্রীয় কর্মী।
