Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

চাঁদা দাবী।। ফেনী-সোনাগাজী সড়কে ইমা গাড়ী চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ প্রকাশ- ৭ অক্টোবর ২০১৬ শুক্রবার।
fb_img_1475855629373
‘কথিত’ এক যুবলীগ নেতার দাবীকৃত চাঁদা না দেয়ায় ফেনী-সোনাগাজী সড়কে গত দুইদিন ধরে ইমা পরিবহন (উপকূল) চলাচল বন্ধ রয়েছে। এতে করে যাতায়াতকারি হাজার হাজার যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী-সোনাগাজী সড়কে প্রায় ৮০টির মত ইমা (উপকূল) গাড়ি প্রতিদিন যাত্রী নিয়ে চলাচল করে। গত কিছুদিন পূর্বে গাড়িগুলো ফেনী শহরে প্রবেশ করতে হলে মানিক নামের এক ‘কথিত’ যুবলীগ নেতা গাড়ীপ্রতি ১শ টাকা হারে চাঁদা দাবী করে। মানিকের দাবিকৃত ১শ টাকার মধ্যে গত কিছুদিন মানিকের নিয়োগকৃত তিন লাইনম্যান দেলোয়ার, নজরুল ও সাইফুল ৫০ টাকা হারে চাঁদা তুলে আসছে। কিন্তু গত রবিবার সোনাগাজীর গাড়িগুলোর মালিকগণ জিপির টাকা ব্যতিত অন্য কোন চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার ও বুধবার শহরে ইমা ও উপকুল গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এমনকি গাড়িগুলো শহরে প্রবেশ না করতে হুমকি-ধমকি দেয়। হুমকি উপেক্ষা করে মঙ্গলবার কয়েকটি গাড়ি শহরে যাত্রী নিয়ে আসার পথে পাল রাস্তার মাথায় মানিকের সমর্থকরা কয়েকটি গাড়ির গ্লাস ভেঙ্গে চালককে মারধর করে যাত্রী নামিয়ে দেয়। খবর পেয়ে সোনাগাজীর শ্রমিক নেতা আবুল হাসেম ঘটনাস্থলে গেলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। দাবিকৃত চাঁদা না দেয়া পর্যন্ত সোনাগাজী-ফেনী সড়কে ইমা ও উপকূল গাড়ি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন চালক ও গাড়ির মালিক জানান, ফেনীতে যুবলীগ নেতা মানিক প্রতি গাড়ি থেকে ৫০-১০০ টাকা হারে চাঁদা আদায় করে আসছে। অন্যথায় গাড়ি ভাংচুর সহ চালকদেরকে মারধর করে থাকে। সোনাগাজী পৌরশহরেও দীর্ঘদিন জিপির টাকা ব্যতিত লাইনম্যানরা গাড়ি চালকদের থেকে অন্য কোন টাকা নিত না। গত কয়েক দিন ওসির নাম ভেঙ্গে আবুল হাসেম ও নাসির উদ্দিন অপুর নির্দেশে দুই ব্যক্তি প্রতি গাড়ি থেকে ৫০ টাকা হারে চাঁদা তুলে আসছে।
জানা গেছে, সোনাগাজী পৌর যুবলীগের কয়েকজন নেতা দীর্ঘদিন ধরে ওসির নাম ভেঙ্গে সিএনজি ট্যাক্সি ও ইমা গাড়ি থেকে ৫০-১০০ টাকা হারে চাঁদা তুলে আসছে। চাঁদা দিতে কোন ব্যক্তি অস্বীকার করলে তাকে থানা পুলিশ দিয়ে হয়রানি করার হুমকি প্রদান করা হয়। অব্যাহত চাঁদাবাজির কারণে ইমা গাড়ি চলাচল বন্ধ হওয়ায় স্কুল-কলেজগামি শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ ফেনী শহরে যাতায়াতে প্রতিনিয়ত চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন।
আবদুল মান্নান নামের এক যাত্রী জানান, তিনি প্রতিদিন ফেনী থেকে সোনাগাজী আসা-যাওয়া করেন। সিএনজি গাড়িগুলো প্রশাসনের হস্তক্ষেপে মহাসড়ক পার হতে না পারায় ইমা ও উপকূল গাড়িযোগে তিনি সোনাগাজী আসেন। গত দুই দিন গাড়ি বন্ধ থাকায় যাত্রী সাধারণ ভোগান্তির শিকার হয়েছেন।
এ ব্যাপারে সিএনজি মালিকরা ভয়ে কেউ মুখ খুলতে সাহস করছে না।
এ ব্যাপারে মানিকের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *