Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

চেয়ারম্যান খোকনের সহযোগীতায় জেলে পল্লীতে দুর্গাপূজা

kholon-1-866x428

নিজস্ব প্রতিবেদকঃ সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন চেয়ারম্যান খোকনের সহযোগীতায় ইউনিয়নের আউরাল খিল গ্রামে জেলে পল্লীতে দুর্গাপূজা শুরু হয়েছে। বৃহৎ এই জেলে পল্লীতে একসময় দুর্গা পুজা হলেও সস্ত্রাসী ও চাঁদাবাজদের ভয়ে দীর্ঘ দিন বন্ধ ছিল। বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত চেয়ারম্যান খোকন দুর্গাপূজার কিছু দিন পূর্বে জেলে পল্লীতে গিয়ে দুর্গাপূজার অনুষ্ঠান করানোর জন্য উৎসাহিত করেন। চেয়ারম্যানের সহযোগীতায় পেয়ে ঐক্যবদ্ধভাবে দুর্গাপূজার প্রস্তুতী নিয়ে শুরু করেছেন দুর্গাপূজা। সন্ত্রস ও চাঁদাবাজ কবলিত এই এলাকয় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে ইউনিয়ন পারিষদের পক্ষ থেকে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছেন।

fb_img_1475423086629

এতে জেলে পল্লীর লোকজন বলেন, চেয়ারম্যানের সহযোগীতা না পেলে আমরা দুর্গাপূজা করার সাহস পেতাম না। অনেক আগে আমাদের এখানে পূজায় বিভিন্ন রকমের সমস্যা হওয়ার কারনে আমরা ভয়ে দুর্গাপূজা বন্ধ করে দিয়েছি। নব-নির্বাচিত চেয়ারম্যান এবার দুর্গাপূজা করার জন্য আমাদেরকে সাহস ও আর্থিকভাবে সহযোগীতা করেছেন বলে আমরা পূজা করতে পেরেছি। তাই জেলে পাড়ার পক্ষ থেকে নব-নির্বাচিত চেয়ারম্যানকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এদিকে জেলে পাড়ার নতুন ভাবে দুর্গাপূজা করানোর সহযোগীতা করা জন্য সোনাগাজী উপজেলার পূজা উৎযাপন পরিষদের নেতাদেরকে আমরা আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *