
০৭ অক্টোবর ১৬
পরশুরাম প্রতিনিধি:-ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউপিতে চেয়ারম্যান প্রার্থী পদে সাংবাদিক শাহাদাত হোসাইনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শাহেদা আক্তার। ৭ অক্টোবর শুক্রবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষে সাংবাদিক শাহাদাত হোসাইনের চেয়ারম্যান পদে প্রার্থীতার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর আগে গত বৃহস্পতিবার ফেনীর সহকারী রিটার্নিং অফিসার দেবপ্রসাদ চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। উল্লেখ্য ইউপি নির্বাচনের দ্বিতীয় দফায় ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু নির্বাচন অফিসে হামলা এবং মনোনয়ন জমা দিতে বাধা দেয়ায় নির্বাচন বাতিল করা হয়।
