Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ছাগলছানা দেখতে মানুষের মতো

fb_img_1476283019906

১২ অক্টোবর, ১৬

সোনাগাজীর আলো ডেস্ক:-বান্দরবানে ছাগলের পেট থেকে জন্ম নিয়েছে মানুষের মতো দেখতে এক ছানা। লামা উপজেলার দরদরা ঝিড়ি এলাকার নুর আলমের বাড়িতে গতকাল মঙ্গলবার সকালে এই বিরল ঘটনা ঘটে। এই বাড়ির পোষা একটি ছাগল ৩টি বাচ্চা প্রসব করে। দুইটি বাচ্চা স্বাভাবিক আকৃতির হলেও অন্যটির মুখম-ল ছিল অনেকটাই মানুষের মুখের আকৃতির। ছাগলের পেট থেকে জন্ম নেয়া মানুষ আকৃতির বাচ্চা দেখতে শত শত মানুষ ভিড় জমিয়েছে নূর আলমের বাড়িতে। বাচ্চাটির গায়ে কোনো লোম ছিল না। তবে জন্মের কয়েক ঘণ্টা পর সেটি মারা যায়।

নূর আলমের স্ত্রী কহিনুর বেগম জানান, তার পোষা ছাগল থেকে প্রথমে দুইটি বাচ্চা প্রসব হয়। পরে মানুষের চেহারার আকৃতির বাচ্চাটি জন্ম নিলে আমরা সবাই ঘাবড়ে যাই। বাচ্চাটির মুখম-ল ছিল অনেকটা মানুষের চেহারার মত। চোখ নাক কান দেখতে সবই ছিল। তবে মাথার পেছনের অংশ ছাগলের মত হলেও গায়ে কোনো লোম ছিল না।

লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সুফিয়ান জানান, খবর পাওয়ার পর তিনি ছাগলের সেই বাচ্চাটি দেখতে যান। সেখানে অনেক মানুষ জড় হয়ে ছাগলের অদ্ভুত বাচ্চাটি দেখছিল। মানুষের ভিড় বেড়ে যাওয়ায় পরে অবশ্য মৃত বাচ্চাটি মাটিতে পুঁতে ফেলা হয়।সুত্র-এবি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *